সুখ সুখ করে মরে সুখ অসুখে
হাহাকার সুখ নাই সুখ চাই, পৃথিবী জুড়ে।
সুখ বলে আমি আছি খুব কাছে, সকলের মাঝে,
লুকিয়ে থাকি আমি সকলের মনে,
খুঁজতে কেন মোরে যায় বনে বনে?
যার মন ভালো পাই তার মনে জাগি
আর নয় চিরকাল চুপ মেরে থাকি।


হন্যে হয়ে খোঁজে কেউ হাটে বাজারে,
কেউ খোঁজে ললনার শরীরের ভাঁজে,
সুখের খোঁজে কেউ ঘোরে মাজারে
সুখের খোঁজে কেউ নেশা ভাঙ ধরে
কুড়ে ঘরে সুখ নাই ভেবে মনে মনে
সুখের খোঁজে যায় যদি পায় উঁচু দালানে।


সুখ নাই সুখ নাই, সুখ চাই সুখ চাই
হাই মাই খাই খাই, আছে যত আরো চাই,
কোথা গেলে সুখ পাই, নাই সুখ নাই সুখ নাই।
ছুটাছুটি চারিদিকে ব্যস্ত সুখের খোঁজে
সুখ যে সবাই খাবে ধরে, চোখে ঘুম নাই।


সুখ বলে আমি একা, একা থাকতে চাই
হিংসা বিদ্বেষ, লোভ লালসা যদি থাকে, আমি তাতে নাই।
আমাকে কিনতে হয়না কোন অর্থ দিয়ে,
আমি তো আসিনা করো দামী গাড়ি চড়ে।
আমি তো ঘুমাই না কারো নরম বিছানায়।
আমি যাই না বয়ে কোন বংশ পরম্পরায়।


আমি ছুটে যাই সেই ঘরে, যে ঘরে অনাহারে
প্রহর গুণে শিশু ঘুমায়, মায়ের কোলে,
রিকশাওয়ালা পিতা তার রাত দুপুরে ঘরে ফিরে,
বাচ্চা জাগিয়ে খাবার খাওয়ায়।
দারা পরিবার যার অপেক্ষায় অনাবিল সময় কাটায়।


আমি থাকি সৃষ্টির নিঃস্বার্থ ভালোবাসায়,
যেখানে থাকে অটল বিশ্বাস,
থাকেনা সন্দেহ, ক্ষমতার দ্বন্দ্ব,
যেখানে নেই হিংসা বিদ্বেষ, মারামারি, হানাহানি,
যেখানে নেই স্বার্থ পূরণে অস্ত্রের ঝনঝনানি
সেখানে থাকিব আমি, ডাকিও আমায়।


০৭ মার্চ ২০২৩
মিরপুর, কুষ্টিয়া