বক্ষে বাসা বাঁধিয়া খাসা
মিথ্যা প্রেমের ছলে,
ভাঙ্গিয়া পিঞ্জর ওরে তস্কর
একদিন যাইবা চলে।


তোমাকে আপন ভাবি অণুক্ষণ
মেনেছি প্রেমের দাবি,
তোমার বাসনা সহিয়া যাতনা
পুরণ করেছি আমি।


সারটি জীবন করিয়া কুজন
কাটিয়ে আমার ঘরে,
ফুড়ুৎ করিয়া যাইবা উড়িয়া
আমায় নিঃশ্ব করে।


উড়িয়া আসিয়া বক্ষে বসিয়া
আমায় করিলে শাসন,
যতন করিয়া দিয়াছি সঁপিয়া
সারাটি আমার জীবণ।


আমার চাওয়া হয়নি পাওয়া
মিটিয়ে তোমার সাধ,
বিধাতার রোষে পড়িলাম শেষে
কে দিবে তার বাঁধ?