সাজানো ফুলের বাগান তব
দম্ভভরে দলিয়া যায় কেহ
দুঃখ করোনা যেন,
নব উদ্যান সাজাও নব উদ্যমে,
ফুলের মুল্য কি জানে,
কালার ব্লাইন্ড পশু যে?


যদি কেহ অবহেলি
ভালোবাসায় সাজানো ডালি
মাড়িয়ে যায় পদতলে
যেতে দাও তারে, আপন হৃদয় শুন্য করে।
ভালোবাসা যদি ধরা নাহি দেয় আপনি আসি
ঝেঁটিয়ে বিদায় কর তারে, নয় কোন আহাজারি।
ভালোবাসা পেতে মন যদি কাঁদে
নতুন বাসা বাঁধো শুন্য হৃদয়ে,
নব উদ্যমে।
একটাই জীবন নষ্ট করোনা,
অযোগ্য কারো ত্বরে, মূল্যহীন অভিমানে।