শুনিয়া সেই কথা শয়তানে হাসে
ভাবে বসে প্রভু এবার জব্দ হবে।
ঢুকিবে সে আদমের সাদা পাঁজরায়
জন্মাইবে শতবার তাঁরই কলিজায়।


শয়তান:
এক জন্মে তন্দ্রাচ্ছন্ন, আরেকটায় জাগা
কে কোন জন্মের হবে কেউ জানবে না।
পড়িবে মোহের ধন্ধে চিত্রল আন্ধারে
হাওয়াতে মজিবা তুমি পিচ্ছিল বন্ধনে।


এমন ফান্দে পড়বা নাহি উদ্ধার
যেদিকেই যা'বা পা'বা ধনুকের টংকার;
সেই শব্দে হ'বা নাশ অথবা বেজার
পৃথিবীতে দিবা তুমি শুধুই চিৎকার।


তুমি মুমিন? ধান্ধা লাগে খাই ধাক্কা
ভুলে যাও তুমি ঐ আল্লাহর বান্দা;
হও মোর অংশ কিংবা পুরোটা–
দেখবে শান্তি পাচ্ছ, নাই যন্ত্রণা।