একদিন মারা যাবো– তবে তাই হোক
চুকে যাক জীবনের সব শোধ বোধ,
তোমার মুখস্থ হাসি, লবণাক্ত প্রেম
মুছে যাক অনলেতে সুরাসক্ত হেম।


জ্বলুক আগর শুধু ধুধু প্রান্তরে
বসুক নৈস্তব্ধ কোলাহলের ঘাড়ে;
বলুক তবুও কিছু চুপে কানেকানে-
"ভাবুক শূন্য তুমি, শূন্য কোনখানে?"


একদিন শূন্য হবো, শূন্যত্বই সারংসার
জীবন পাইয়া দেখি সবই অলঙ্কার;
বসে বসে ভাব করে মায়া-খঞ্জর
একদিন ফেলে ছুঁড়ে অই অম্বর।


বিপুল ঝড়ের মতো কবরও মুছে যায়
আকাশ চেয়ে চেয়ে দেখে এই অন্যায়;
একদিন ফাঁকা হবো বটে, ভরবে অতৃপ্তি
একদিন চলে যাবো তবুও রইবে সপ্তর্ষি।