কুকুরটা সারাদিন কই কই ঘুরেছে জানা নেই, পাশেই এখন শুয়ে আছে রাস্তায়; ধুলোয় মাখামাখি।


নিজের ছায়ায় ডুবে নাড়ছে কান
হয়তো দুশ্চিন্তায়, হয়তো নিদ্রাহীনতায়;
সামনে অবারিত পথ, তবুও যাবার
জায়গা নেই।


আজ যদি সে কথা বলে ওঠে
এই রাত্তিরে, নির্জন হাওয়ায়
আমি শুধু তার চাইবো দুটো
সাদা চোখ
আজ যদি সে সারমেয় থেকে
মানুষ হয়ে যায়, তারে বলবো–
"তোর মতো আমিও চুপচাপ।"