মরে যাব বলে বেঁচে আছি
অনেক দিন
মরে যাব বলে বেচছি ফেক-দেহ
মানুষের কাছে তাই আমার অনেক ঋণ


বেঁচেছি নদীর মতো, পাহাড়ের ধারে
বনের সীমানায় ওড়া পাখির মতো।
বেঁচেছি বৃষ্টির জলে, সূর্যের দাহে
ভ্রান্তির জালে পড়া পোকার মতো।
বেঁচেছি দুঃখের তাপে, বিরহের হিমে
বোবাদের অর্থহীন জিহবার মতো।


বেচেছি নিজের ঘাম ভূতেদের জন্যে
বুকে নিয়েছি নাম– অনুভূতিশূন্য।
বেচেছি স্বীয় ছায়া আয়নার মধ্যে
দেহত্বকে অদৃশ্য ক্ষত, তবু লাবণ্য।
বেচেছি আত্মাখানি নিজের জন্যেই
আবাবিল মাংস হয়ে ফোটে এই
দণ্ডকারণ্যে...


মরে যাব বলে বেঁচে আছি দীর্ঘদিন
আমার আর বাঁচার সাধ নেই


মরে যাব বলে বিক্রি হচ্ছি প্রতিদিন
আমার আর জীবনের স্বাদ নেই।