০১।
চলে যায় দিন চোখের সামনে দিয়ে

আমি তাকে থামাতে পারি না
কিছুতে, ভাবি যে যাবার যাবে
কেন মিছে শ্বাস নেবো জোরে–

আফটার অল–
মজবুত লাংসের তো এখনো
দরকার আছে।

০২।
দিনের পর রাত, রাতের পর দিন
তারপর আবার দিন, আবারো রাত

এই পৌণপুণিক তত্ত্ব থেকে ভাজকের
মুক্তি নেই, আল্লাহ রাব্বুল আলামিন
তাকে আরো ধৈর্য দিন।

আমিন।

০৩।
টেম্পরারি কিছু ভাল নয়
জানি। বিপরীতটা কেমন
বুঝিনা বলে ভ্রম হয়, আবার
আপেক্ষিকতা-ও একটা বিষয়।