রাতভর এক চাঁদ পুরাতন আকাশে
বলে সে অন্ধকার খুব ভালোবাসে।
চোখের কাজল তার ঘন আন্ধার
নিজের কলংকে গড়ে কবির হার।

আঁধারেতে কবিতা হয় যে পূর্ণ শশী
সঙ্গিনে কবিও গায় একাকি ভৈরবী–
রাত যদি চাঁদময় অলক্ত নীলে
কেন তুমি সুধাকর আমারে নিলে?

তোমার ছলকে ওঠা স্তব্ধ সুন্দরে
দিনমান ভিজে থাকে মম এ অন্তরে;
কবি নই, কেউ নই, নহি কবিতার
আমি বোধহয় শান্ত কোন এক জ্যোৎস্নার!!

২)
ঝলসে ওঠে রাতের গোলাপ, ঝলসায় ফুল
রাতের মাঝে চিৎকার করে ক্ষুধার্ত চন্দ্রভূক।

চাঁদ রুটির ন্যায়, রুটিও চাঁদোয়ার
কে কাকে খাবে বলো ওহে অন্ধকার?

ঝলসায় গোলাপ মন, ঝলসিত মনে
কে যেন কাব্য রচে রাত্রবিরঞ্জনে...

তুলতুলে তুলো যেন নরম অন্ধকারে
ভাসিয়া উড়িয়া যায় অনন্ত অম্বরে....

ঝলসে ওঠে রাতের গোলাপ, ঝলসায় ফুল
চাঁদকে ভালোবাসা ছিল আমার মস্ত ভুল!!