কাবার পথে দেখ চলে মুসাফিরে
ফেসবুকে ছবি দিয়ে দেখে ঘুরে ফিরে।
লাইক কত পড়লো,কমেন্টে কী বলে
মোবাইলে চোখ রেখে মুসাফির চলে।


কদমে কদমে ওরা উঠাইয়া ছবি
ফেসবুকে আপলোড যেন তার হবি।
দিনের শেষে তারা পুলকিত মনে
লাইক আর কমেন্ট একে একে গুনে।


পবিত্র কাবা রাখে পেছনে ফেলে
সেল্ফিতে মজে তারা মোটা চোখ মেলে
হাজরে আসওয়াদে চুমু খায় যবে
ক্লিক দিয়ে মোবাইলে কান্ত দেয় তবে।


ইহরাম বদনে বাধা মোবাইলে হাত
ভয় নেই অন্তরে, নেই খুলুসিয়াত।
হাজ্ব কিবা উমরা যেই হলো শেষ
আলহাজ্ব নামের আগে লাগায় যে বেশ।