কান্দে বসে আনিচ চাচা
ধরলো চেপে কিসে?
দেশ বিদেশে কান্দে আরো
তাহার পিছে পিছে!


কেউ কান্দে ঝুরি ঝুরি
কেউবা করে বিলাপ
কেউবা আবার ভাগের টাকার
করছে ফরম ফিলাপ।


কেউ কান্দে সুশীল সেজে
কেউবা চেতনাতে
কেউবা আবার হাতটা মিলায়
আধার গভীর রাতে।


ফারাক করে কলম খাতার
কার কলম কি লেখে?
দন্ডিত হয় চেতনা কারো
ভন্ডামী রুপ মেখে।


মাহমুদুর আর আবুল আসাদ
রক্ত ঢালে যবে
আনিচ চাচায় কানতো যদি
(আজ) হাসতো না কেউ তবে।