দশ টাকা বিলি করে
বিশ টাকার ব্যানারে
দাত খোলা হাসি দেয়
মুখ তার চেনারে।


ক্লিক ক্লিক ছবি উঠে
হাতে ধরে বদনা
লাইন ধরে পাশে দাড়ায়
সকলেই বদ না।


এন করি তেন করি
দেয় ভাষণ মাইকে
হয় না সমাজ সেবা
না ডেকে সবাইকে।


দুই কলা তুলে দেয়
দশ হাত ধরিয়া
হাসি খুশি ভাব পড়ে
সেলফিতে ঝরিয়া।


ছবি দেখে মনে হবে
বানরের ভেলকি
দেখ সবে লোকালয়ে
আহা আহা খেল কী।


তার মাঝে দেখ সবে
এক মুখ অসহায়
আহারের ব্যাগ হাতে
বুঝি এই দম যায়।