দলের জন্য কাজের মাটে
আন্তরিক আর পেরেশান
যে কতজন ছিল তাদের
সব ছিল না তার সমান।


সময় দিত সংগঠনে
সকাল,দুপুর অব্দি রাত
রাজপথের ঐ মিছিল দিনে
সামনে থেকে তুলতো হাত।


একদিন সে হারিয়ে গেল
প্রবাস নামের সুদূরে
অন্তরে তার নিত্য বিরাজ
দল থেকে সে নয় দূরে।


ছাত্রদলের কথা হলে
আলিম ভাইয়ের মুখ ভাসে
বড়লেখার রাজনীতিতে
তার স্মৃতিতে বুক হাসে।