দিন কখনো থেমে থাকেনা
শুধু দিন নয়, একটি মুহুর্ত কারো জন্য
থেমে থাকেনা।
সময় তার আপন গতিতে চলতে থাকে
তার সাথে পরিবর্তন সাধিত হয়
প্রত্যেক জিনিষের,প্রত্যেক মানব জীবনের।


এটাই প্রকৃতির নিয়ম।


কিন্তু হায়, এই পরিবর্তন কারো জীবনে
নিয়ে আসে সুখ-অনাবিল আনন্দ
আবার কারো জীবনে বিষাদের ছায়া।
যে ছায়া অন্ধকার করে দেয় মানুষের জীবনকে।


দুঃখ হয়,কোনো ভালো যখন মন্দের দিকে
আলো যখন অন্ধকারে নিমজ্জিত হয়।


এটাই কি সময়ের চাওয়া,প্রকৃতির নিয়ম ?


আলো'ই তো সময়ের একান্ত চাওয়া
অন্ধকার নয়,শুধুই আলো।