ইফতারে ভুরিভোজন
সেহরিতে বিরানি
হররোজ খেয়ে যাও,
প্রতিবেশী খায়নি।


ফিরিজের পানি জোস
পান কর শরবত
প্রতিবেশী রোজা রাখে
না খেয়ে কোনোমত।


আম জাম লিচু থাকে
থাকে আপেল তরমুজ
নানা রকম ফল খাও
প্রতিবেশির নাই খোঁজ।


সারাদিন ঘুম ঘুম
নামাজটা কাজা হয়
ফরজের বালাই নেই
তারাবিতে মন রয়।


পেটে ক্ষুধা আছে বলে
মেজাজটা খিটখিট
লাল লাল চোখ করে
চাও তুমি পিটপিট।


সামান্য কিছু হলে
তাই নিয়ে ঝগড়া
সারাদিন গরম থাকে
এ পাড়া কি ও পাড়া।


নানা রকম খেলাধুলা
টিভি আর ভিসিয়ার
মন এতে মজে থাকে
তবু আমি রোজাদার।


এই ভাবে দিন যায়
একজন রোজাদার
কি হবে রোজা রেখে
কি রোজা শিক্ষার।