বরষায় রুমঝুম সারাদিন বৃষ্টি
নুপুরের ছন্দে, খোদাতালার সৃষ্টি।


বিহানে শুরু হয়ে সারাদিন গড়িয়ে
ঝরঝর ঝরছে কাদামাটি জড়িয়ে।


উঠোনটা পিছলে বৃষ্টিতে ভিজে হায়
একটুকু হাটলে পড়ে যায় পিছলায়।


এই শুরু এই নেই কিছুক্ষন নেয় দম
আকাশের মেঘমালা ঝরছে হরদম।


গড়গড় মড়মড় গাছপালা মটকায়
শু-শু সুর তোলা বাতাশের ঝটকায়।


মাঝে মাঝে হাকডাক বিদ্যুৎ চমকায়
তাই দেখে ভয় জাগে দুরুদুরু মনটায়।


পথ-ঘাট পুকুরেতে পানিতে টইটই
ঘর থেকে এই দিনে কেমনে বের হই।  


তারপর একদিন আকাশের নীলে ঐ
রংধনু জেগে উঠে বরষার বিদায়েই।


"বরষার আয়োজন"