এক ফালি চাঁদ হাসে আকাশের গায়
খুশির বারতা আজ লুটোপুটি খায়
কি খবর দিয়ে চাঁদ মুছকি হাসে
ছড়িয়ে পড়েছে যা পাড়ায় পাড়ায়।


আজ নেই কারো মনে হিংসা ও দ্বেষ
সাদা কালো ভেদ আর উচু নিচু রেশ
সকলেই ঈদগাহে হাসি খুশি মনে
ভালবাসা দিয়ে সবে বুকটা মেলায়।


এই হাসি এই খুশি থাক চিরদিন
প্রেম প্রীতি ভালবাসা হোক অমলিন
কেটে যাক আধারের সবটুকু ঘোর
খুলে যাক আকাশের মায়াময় দোর।


ঈদগাহে তাকবীর ধ্বনি কলরবে
আল্লাহর রহমত পাওয়া যায় তবে
গোনাহের ক্ষমা পায় তার প্রিয়জন
সেই খুশিতে মুমিন অন্তর নাচায়।