ছোট্টবেলার চোরেরা সব দিচ্ছে উঁকিঝুকি
কেও করেছে আলু পটল কেওবা কচুর মুকি।


কেও করেছে ক্ষীরা চোরি শশার ক্ষেতে যেয়ে
ধরা খাইছে মিষ্টি আলু চোরি করতে গিয়ে।


নারকেল গাছের কচি ডাবটা করলাম যখন চোরি
চোর গেলোরে চোর ধররে চেচিয়ে উঠেন বুড়ি।


ঢিল মারিলাম বরই গাছে পাড়িয়ে খাব কুল
টিনের ছালে ঢিলটি পড়ে একই করলাম ভুল।


চেচিয়ে উঠে বুড়ো দাদু কে ঢিল মারে গাছে
দৌড়টি দিলাম প্রাণ বাচাতে ইজ্জত যাবে পাছে।


আঁখের বাগানে ঢুকতে গেলে সব কড়মড় করে
তবুও যেন নিস্তার নাই যার দিকে চোখ পড়ে।


আম কাটালও করলাম চোরি আরো করলাম পেপে
এখন সবই করছি হিসাব করছি মেপে মেপে।


আমাদের কালে আমরা যখন করতাম এসব চোরি
মনের মাঝে ভয় থাকিত কখন ধরা পড়ি।


মাঝে মাঝে পড়লে ধরা কান ধরে উঠবস
আজকের দিনের চোরেরা সব এক একটা বস।


আজকের দিনের চোরদের মনে ডরভয় কিছু নেই
বাড়ির মালিক মার খাচ্ছেন চোর ধরতে যেই।