কেউ যদি ফের ডাক দিত আজ
জাগত সবে জাগত
মন্দ,কালো, অসুর যত
তার ভয়ে সব ভাগত
জাগত সবে জাগত।


জাগত তরুণ টগবগিয়ে
থাকতো পড়ে খেলার মাঠ
করত খেলা খুন রাঙ্গিয়ে
গাও গেরাম আর বাজার হাট।


ছাত্র যুবা আড্ডা ছেড়ে
তুল তো কোরাস দেশের গান
উত্তোলিত মুষ্টি হাতে
মিছিল হত, ফের শ্লোগান।


প্রয়োজনে রক্ত দেবো
তাঁর মত কেউ হাকতো
কৃষক, শ্রমিক মুটেমজুর
দেশ নিয়ে সব ভাব তো
জাগত সবে জাগত।