বয়স ত অনেক হলো,মরণের কাছাকাছি
দাড়িগুলো রয়ে গেলো,গোপনে
এখনো যুবক সেজে,অযতাই মিছেমিছি
কেন তুমি সাড়া দাও, মরণে?


সফেদ দাড়ির মাঝে গোলাকার মুখখানি
পবিত্রতার আবরণে ছেয়ে যাক
দূর থেকে মুখ দেখে ভরে যাক মনখানি
মৃত্যুও তোমায় দেখে সুখ পাক।


ফেরেস্তা তোমায় দেখে বুঝে নিক মুসলিম
সাবধানে কথা বলুক কবরে
চাট্টিখানি কথা নয়,হলেও সব মুসলিম
মুসলিম হয় ক'জন গতরে?


দাড়ি রাখা সুন্নাত, ওয়াজিব বলেন কেউ
সুন্নাত রাখা চাই সকলের
যুবক,বৃদ্ধ বলে কথা নেই যেই কেউ
সহসাই ডাক আসে পরকালের।