অন্ধ সবই অন্ধ
মনুষত্যের বিবেক দুয়ার সব গুলি আজ বন্ধ ।


কলমে নেই দ্রোহ
যেই দ্রোহের অনলে সৃষ্টি হবে কালজ্বয়ী বিদ্রোহ।


মরছে মানুষ মরছে
স্বৈরাচারির তখত টলাতে কতজনই আর লড়ছে ?


হচ্ছে একই খেলা
বাংলাদেশের সংসদে আজ পাঁচ শতাংশের মেলা।


জীবনের নেই দাম
বাংলাদেশের মানুষ সবাই আমজনতা আম ।


চালের দাম যে চড়া
বর্ষার দিনেও বাংলাদেশে চলছে দেখ খরা ।


বিদ্যুৎ কি আর আছে
বাংলাদেশে বিদ্যুৎ যায়না মাঝে মাঝে আসে।


নইতো সবাই ভাদা
অদৃশ্য এক শিকল দিয়ে তাইতো সবাই বাঁধা।


লাজ শরম আর নাই
ভার্সিটিতে কনডম পতিতা বিনামুল্যে পাই ।


চরিত্রহীন এক সমাজ
খুল্লাম খুল্লা নাচের তালে নর্তকীদের রাজ ।


কেও যেন নেই আর
ডাক দিয়ে যায় ছাত্র যুবাদের সমাজ বদলাবার ।


দিনকি আসবে ফিরে
সোনালি এক সমাজ হবে ফিরবে সবাই নীড়ে ।