গল্প শুনোন বলি দাদার
একদিন তিনি গেলেন বাজার
কিনতে সদাই পাতি
মাথায় দিয়ে ছাতি।


বৃষ্টি ছিল? না, ছিল রোদ
গরম যেন নেয় প্রতিশোধ।


কত টাকার কিনলে বাজার?
গিয়েছে ত কতক হাজার
পকেট করে খালি
দুই হাতে দিন তালি।


থলে ভরা?  না, অল্প কিছু
ছুটছেন বাড়ি, মাথা নিচু।


পকেট শুণ্য হলো দাদার
থলের মাঝে অল্প বাজার
পোষায় না দামদরে
হাটে আগুন ঝরে।