বায়ান্নর রাজপথ ছাত্ররা ছাড়ে নি
দাবী দাওয়া আদায়ে কভু ওরা হারেনি।
লাশ হয়ে ফিরলেও ঢেলে দিয়ে তাজা খুন
পারে নি দমাতে কেউ,দুর্মোগ ওরে শোন।


সম্মুখে চলে ওরা নিজ খুন মাড়িয়ে
প্রতিরোধ করে বাধা বুক পেতে দাঁড়িয়ে
পায় না সময় তারা পেছনে যে তাকাবার
কার আছে হিম্মত সাহসীদের হারাবার?


সব দেশে সব কালে ছাত্ররা জিতেছে
কিঞ্চিত, জালিমেরা বুকে তীর গিঁথেছে
তীর গাঁথা বুকগুলো খিল খিল হাসলো
তাই দেখে জনতা জাগরণে ভাসলো।


বিলাতিরা আজ নেই,আজ নেই পাকি রা
তবু কেন হররোজ লাশ হয় সাথী রা?
আজ কেন হাহাকার,বৈষম্য চারিদিক?
সোনালি মেধা গুলো কেন আজ হয় ফিঁক?


কোটা ফোটা বাদ দাও মেধা আনো কুঁড়িয়ে
সুশোভিত ফুল পেয়ে প্রাণ যাক জুড়িয়ে
জেগে উঠো ছাত্ররা ফুলে ফুলে ধরে বেশ
জাগবে জনতা আর জাগবে বাংলাদেশ।