হে কাবা ঘরের মালিক তুমি একটু ফিরে চাও
তোমার ঘরের তাওয়াফ আমায় করার সুযোগ দাও।


তোমার ঘরের গিলাফ ধরে
ঝরিয়ে পানি দুচোখ ভরে
গুনাহ মাফির অপার সুযোগ দাওগো করে দাও।


তোমার ঘরের কালো পাথর,
চুমু দিতে মনটা কাতর
জীবন নদীর ভাটার আগেই আমায় ডেকে নাও।


মারওয়া সাফা দৌড়াতে চাই
মনের ভেতর ভাবনা যে তাই
মুজদালিফায় কুরবানীটা কবুল করে নাও।


আরাফাতের শুকনো মাঠে
পাপ মুছনের পুণ্য হাটে
ক্ষমা করে আমায় তুমি, তোমার করে নাও।