আবু হুরায়রা হাদীসটি বর্ণনা করেন
একদা প্রিয় রাসুল কিছু কথা বলেন,
ভারসাম্য রক্ষা কর দ্বীনের ব্যাপারে
দৃঢ়ভাবে অটল থেক,যেয়ো না নড়ে।
আর জেনে রাখ,কেউ পাবে না মুক্তি
যতই কর না আমল,কর না ভক্তি।
সাহাবীগন অবাক, জিজ্ঞাসিলেন তাঁরে
আপনিও কি আছেন প্রিয় এই কাতারে?
আল্লাহর রসুল বলেন সাহাবীদের তরে
আমিও পাব না মুক্তি আমলের ভরে।
আল্লাহ যদি অনুগ্রহ,রহমত করেন তবে
আমিও মুক্তি পাব,মুক্তি পাবেন সবে।


(মুসলিম)