নীতিকথা বলতে পারা সহজ
নয় ত সহজ সেই নীতিতে চলা
মিথ্যাকে পায় মাড়িয়ে দিনমান
অনেক কঠিন সত্য কথা বলা।


যায় দেয়া যায় বক্তৃতা বিবৃতি
চোখ রাঙ্গিয়ে কটমটিয়ে দাঁত
মুছিবতের পরীক্ষাতেই অনেক
রাত নিশিতে মিলায় কালো হাত।


হাসি মুখেও মৃত্যুকে দেয় চুমু
ঝড় ঝঞ্জা দুঃখের ফুরাত এলে
ক'জনা আর দেয় পেতে দেয় বুক
আলিঙ্গনে কে বাহু তার মেলে?


শুধরে নিতে প্রস্তুতি কার আছে?
ফেলবে মুছে মনের যত কালি
তার স্রুতিতে লিখবো কিছু কথা
কাব্য কথার খুশবু আতর ঢালি।