পানি পানের পাঁচ আদব
----------------------
পানি পানে আছে ভাই পাঁচটি আদব
ছন্দে বলি কবিতায় জেনে নিন সব।

গ্লাসটা হাতে নিয়ে আগে বসে পড়ি
ডান হাতে স্বযতনে পাত্রটা ধরি।

বিসমিল্লাহ বলে পানি পান করি শুরু
তিন ঢোকে শেষ করি পানি পান পুরো।

পান করা শেষে আলহামদুলিল্লাহ বলি
এই আদবে পান করে রসুল পথে চলি।

মিলবে অশেষ ছওয়াব মিটবে তৃষা
পরকালেও পাওয়া যাবে সুখের দিশা।