আইন আর আদালতে ইনসাফ কমেছে
জজ ব্যারিস্টারের বিবেকবোধ কমেছে
অন্যায় অবিচারে মানুষের অন্তরে
ঘৃণা ঘৃণা ঘৃণা শুধু জমেছে।


সামাজিক ভালবাসা,শৃংখলা কমেছে
পারিবারিক বন্ধন, প্রেম-প্রীতি কমেছে
ভাল নেই প্রতিবেশি,নিজের চাই বেশি
সকল দিলে আজ ঘুণ পোকা ধরেছে।


নদী আছে পানি নেই,খাল বিল কমেছে
মাঠ আছে ঘাট নেই, মেঠো পথ কমেছে
মাছ ধরা মৌসুমে,সকলের যায় ঘুমে
জীবনের মায়ায় আজ সবাই পড়েছে।


চাঁদনী রাতের সাথে সখ্যতা কমেছে
সুর্যের আগে ভাগে জেগে উঠা কমেছে
ভোরের মিষ্টি হাওয়া,হয়না এখন খাওয়া
সকালের সজীবতা বুঝি মরেছে।


মসজিদে আছে ভরা, মক্তব কমেছে
মক্তবে শিশুদের কোরাস উঠা কমেছে
ঘরের দাওয়ায় বসে, দিলের ঈমানি জোসে
কুরআনের তেলাওয়াত কবে থেমেছে।