রমজানেরী চাঁদ উঠেছে নীল গগনে ঐ
কালকে থেকে হইবে রোজা কইরে তোরা কই।


রাহমাতেরই সওদা নিয়ে রোজা এলো ফিরে
আনন্দেরই হিল্লোল বহে অন্তরে অন্তরে।


পড়বে কুরআন,পড়বে হাদীস জীবন গড়িতে
ভাসবেনা আর ফেলে আসা জীবন নদীতে।


মাগফিরাতের জন্যে সদা ফেলবে চোখের জল
গুনাহ মাফের এই মাসকে করে নাও সম্বল।


ইফতারিতে দু'হাত তুলে করবে তুমি আতাত
মহান মালিক সদয় হয়ে দেয় যেন নাযাত।


কিয়াম কর রাতদুপুরে খোদার মহব্বতে
এটাই হবে আসল সম্পদ রোজ কিয়ামতে।


অভাবিরে দান করিবে ফের পাইবে বহুগুন
সুন্দর এক সমাজ গড়তে কুরআনের ক্থা শুন।