কেমন ছিল আমার জীবনের হাল
কেমনে কেটেছে আমার যৌবন কাল
জানতে চেয়ো না তুমি ওগো দয়াময়
এ প্রশ্নে জানি আমার হবে পরাজয়।


ডান হাতে দিও তুমি আমলের বই
আরশের নীচে যেন তোমার ছায়ায় রই
হিসাব নিও না তুমি সে বই হতে
ঠেলে দিও না আমায় দূরের পথে
দূরে ঠেলে দিলে আমার হবে জানি ক্ষয়।


সম্পদের হিসাব কভু নিও না তুমি
কোথা হতে এল তা, কোথা গেল কমি
আমল কেমন ছিল জ্ঞানের সাথে
করনা প্রশ্ন তুমি বিচারের মাঠে।


তোমার রহম বিনে পাবো না ত ছাড়া
হাশরের মাঠে হবে সবই দিশেহারা
সেই বিভীষিকাময় কঠিন দিনে
ক্ষমা করে দিও তোমার রহম গুনে
তাহলেই জীবন আমার হবে সুখময়।