স্বাধীনতা তুমি দুঃস্বপ্ন বাবার মায়ের ছেড়া বস্ত্র
তুমি এখন দেশ গড়া নয় রাজনীতিরই অস্ত্র।


ছাত্রের হাতে পিস্তল তুমি রক্তে ভেজা ক্যাম্পাস
মানুষ গড়ার কারখানাটা হয়েছে আজ শুধুই ত্রাস।


মন্ত্রী এমপি আমলাদের তুমি পকেট ভর্তি টাকা
রাজনীতির ঐ ভাষন তুমি সকল বুলি ফাঁকা।


মধ্যরাতের টকশো তুমি জীবিকা বুদ্ধিজীবির
টিভি পত্রিকার খবর তুমি আহার সাংবাদিকের।


সুদ-ঘুষ স্বজনপ্রীতি তুমি দুর্নীতি প্রশাসনের
পুলিশের হাতের লাঠি তুমি বেচাকেনা আইনের।


আদালতের কাঠগড়ায় তুমি হাহাকার মজলুমের
ক্ষমতাবানদের অস্ত্র তুমি সেরা অস্ত্র জুলুমের।


জেলখানার ভেতরে তুমি কান্না নতুন শিশুর
কিংবা আবার পরীক্ষায় সেরা যুবা তরুন কিশোর।


সীমান্তে তুমি ঝুলন্ত লাশ যুবকের উলঙ্গ টর্চার
তুমি এখন বিজেপি সৈনিক নয় সাহসী বিডিয়ার।


ব্যবসায়ীদের বোবা কান্না তুমি চাঁদাবাজ সন্ত্রাস
দিন দুপুরে রাজপথে তুমি বিশ্বজিতের কুপিত লাশ।


কাবাব হওয়া একরাম তুমি বস্তাভরা লাশ নদীর
এমনতর স্বাধীনতায় আজ আমরা বোবা বধির।


রাজার হাতের মোয়া তুমি প্রজার লোভাতুর চোখ
গডফাদারের নেয়ামক শক্তি সাধারণের দুঃখ।


নির্যাতিত সম্পাদক তুমি টিভি দিগন্ত আমারদেশ
একাত্তরে পেলেও তোমায় পরাধীনতার কাটেনি রেশ।


ক্ষমতার পালাবদল তুমি ক্ষমতাবানের আশ্বাস
পয়তাল্লিশ পেরিয়ে গেলেও বাংলার কাটেনি দীর্ঘশ্বাস।