সে এক নিশুতি রাতের কথা
দরজায় ঠায় দাঁড়িয়ে কান পেতে
আচমকা দরজার কড়াটা নড়ে উঠে মৃদু ঝংকারে
দরজাটা একটুকুন ফাক করে উঠানে পায়ের চুম্বন ।


সেদিন আকাশে চাঁদের ঘুম ভাংগেনি
তারকারাও তখনো জাগেনি আকাশের গা ঘেসে
রাতটাও যেন গভীর বিশ্রামে সাড়াশব্দহীন
আমার হাত স্পর্শ করে অন্য কারো হাত।


উঠোন ছেড়ে পা বাড়িয়েছি অজানায়
পথের মাথায় দাঁড়িয়ে একবার পেছন ফিরি
মায়া মমতায় মুখরিত গৃহখানি দেখার বৃথা চেষ্টা
ভালবাসার টানে সেদিন ভালবাসা তেগী ।


বুকের মাঝে কালবোশেখি ঝড় উঠেছিলো ঠিকই
দু'ফোটা নোনাজল গণ্ড বেয়েছিলো
অসম সাহসের মাঝেও দেহখানি কেঁপে উঠে
ঐ হাতের বাঁধনটা আরো শক্ত হয় হাতে।


মায়ের করুন মুখটা ভাসে মনের আয়নায়
বাবা ভাইয়ের ইজ্জত-সম্মান লাটে তুলে
সমাজ সংস্কৃতির দোহাই দুপায়ে দলে
আমি কলঙ্কিনী ছুটে চলেছি অদৃশ্য আহবানে।