ওরাও যদি হয়গো মানুষ
আমি কিন্তু মানুষ নই,
ওদের মত মানুষ বলো
হিংস্র আমি কেমনে হই।


মানুষ কেমনে বলি তাদের
হিংস্র তারা বন্যের
তাইতো তারা রক্ত চুষে
অবিরত অন্যের।


বাঘটা নাকি হিংস্র প্রাণী
ঘাড় মটকায় সকলের
বাঘের থেকেও হিংস্র ওরা
হিংস্র ওরা দখলের।


ব্যাঘ্ররা সব ক্ষুধার জ্বালায়
আহার ধরে জংগলে
দিন দুপুরে হায়নারা সব
মানুষ পুড়ে অনলে।


ওরাই আজি হিংস্র প্রাণী
মানুষ নামের কলংক
তাইতো এখন সারা বাংলায়
মানুষের মাঝে আতংক।


জালটা ফেলো সবখানে আজ
ঘেরাও কর বাংলাদেশ
হায়েনাদের ধরতে হবে
বাঘকে ধর যেমনি বেশ।


এই কবিতাটা ফেনীর একরামুলকে যারা হত্যা করেছে সেই সব অমানুষদের উদ্দেশ্যে।