আমি হব খেয়া ঘাটের মাঝি
বিনামুল্যে নৌকা আমার পার করিবে আজই।
সকল মাঝি আসার আগেই থাকবো আমি সেজে
আমায় দেখে উঠবে হেসে ভোরের ঘন্টা বেজে।


হুড়মুড়ি দি যাত্রীরা সব উঠবে হেসে হেসে
তাদের পেয়ে নৌকা আমার উঠবে দুলে ভেসে
সিটটা নিতে সবাই মিলে করবে কাড়াকাড়ি
কেউ বলবে নৌকা এবার ছাড় তাড়াতাড়ি।


বলবো আমি যাত্রীরা সব মাল সামানা রাখ
যত্ন করে রাখলে তবেই খোয়া যাবে নাক
ছোট বড় নারী পুরুষ বসতে সবাই হবে
আরাম করে বসলে সবাই নৌকা ছাড়বো তবে।


কাজী নজরুল ইসলামের "আমি হব সকাল বেলার পাখি"র আদলে প্যারোডি।