ঐ পারেতে দাদায় ছিলো ছিলাম আমি সুখে
দাদায় আমার হাইরা গেলো পরান ভাসে দুঃখে।


পাঁচ শতাংশ ভোটে আমি হলাম ফিরে রানী
আর পাবোনা এই জনমে এমন প্রজা জানি।


বস্তা বন্দি লাশ ভেসে যায় সাগর নদী জলে
মানুষ পুড়ে,মানুষ মরে জলে কিংবা স্হলে।


তবুও আমি বহাল আছি এমন ভাগ্য কার
এমন সুবোধ আম জনতা আছে কোথা আর।


নো টেনশন ছিলাম আমি দাদায় যখন ছিলো
রক্ষে বুঝি আর হবেনা ক্ষমতাটাই গেলো।