মহামহিম খোদার অপার করুনায়
পৃথিবীতে আগমন মানুষের।


সুন্দর হয়ে উঠে এপৃথিবীর চিত্র
বৈচিত্রময়তায় ভরে উঠে এ ধরা।


কতগুলো সময়ের সম্মিলনে মানুষের জীবন।
জন্মেতে শিশু,কিশোর কয়টা দিন হলে গত
সময়ের ধারাবাহিকতায় একদিন যুবক
একদিন বৃদ্ধ শারিরিক ভারসাম্য হারিয়ে।


তারপর একদিন,
হঠাৎ ডাক আসে...........
থেমে যায় জীবন নামক এ নদীর বয়ে যাওয়া
মৃত্যুর সাথে করতে হয় আলিংগন।
ছিন্ন করতে হয় পৃথিবীর সকল মায়াজাল
পাড়ি জমাতে হয় অপারের অনন্ত জীবনে।
দুদিন আগে কিংবা পরে সবাইকে।