তুমি আমার পৃথিবীকে সংকীর্ণ করে দিয়েছো
ভাবতেই গা শিউরে ওঠে।
কিভাবে পারলে এতটা সংকীর্ণ করে দিতে !


তুমিতো সেই মায়াবীনি
যাকে নিয়ে আমি স্বপ্ন দেখতাম
যার চোখে চোখ রেখে বাসর সাজাতাম
কল্পনার রাজ্যে।


আজ আমার কষ্টাক্ষ চাহনী
তোমার চোখের উপর স্হীর হয়না,
তোমার চোখে চোখ পড়লে ভয়ে ঘর্মাক্ত হই,
মনে হয় কালসাপিনি ফনা তুলে দাড়িয়ে আছে
এই বুঝি ছোবল দিবে
জাঝরা করে দেবে আমার বক্ষ।


তোমার হাসি দেখলে
মনে হয়...............
মনে হয় কোন এক পতিতালয়ের সামনে
হেটে যাচ্ছি।
আর ঐ দুরে দাড়িয়ে কোন একজন পতিতা
বিদ্রুপের হাসি হাসছে গমন পথের দিকে চেয়ে।