কার ইশারায় রাতের আকাশে ঐ চাঁদ হাসে
কার ইশারায় আকাশের গায় তারারা ভাসে।

কার ইশারায় সুর্য্যি মামা ঐ ছড়ায় আলো
কার ইশারায় ভোরের হাওয়া এত লাগে ভালো।

কার ইশারায় বনের পাখিরা গায় সমুধুর সুরে
কার ইশারায় নদীরা ছুটে চলে ঐ সুদুরে ।

কার ইশারায় বৃষ্টি নামে ঐ মাটির ধরায়
কার ইশারায় মেঘমালা আকাশে ভেসে বেড়ায়।

কার ইশারায় পুকুর জলে হাঁসেরা খেলে
কার ইশারায় ময়ুরীটা ঐ পেখম মেলে।

কার ইশারায় ফুলেরা হাসে আর গন্ধ বিলায়
কার ইশারায় রংধনু হেসে উঠে ঐ নীলিমায়।

কার ইশারায় বীজগুলি মাঠে ঐ অংকুরিত হয়
কার ইশারায় ফসল ফলে গাছে গাছে হয় রসময়।

কার ইশারায় মানুষের মনে এত প্রেম ভালবাসা
কার ইশারায় এধরায় মানুষের যাওয়া আর আসা ।