আমার ভাবনায়
ক্লান্ত পরিশ্রান্ত তুমি
দেহখানি  এলিয়ে দিয়েছ খাটের কোনায়
চোখগুলো বুজে আসে
এলোমেলো ভাবনায় কোন এক অজানা ভয়ে
চোখ মোটা করে তাকাচ্ছ এদিক সেদিক
আর ভাবতে পারছোনা
চোখের কোনা ভিজে গেল হৃদয়ের অঝর ধারায়।


আমার ভাবনায়
নির্ঘুম রাত কাটে তোমার
এপাশ ওপাশ করে জানালার পাশে
আকাশে চাঁদ খুঁজে বেড়াও
চাঁদ আর তারাগুলোকে আজ ভালো লাগেনা
যেন কোন আলো নেই , কিংবা জ্যোস্না
বড়ই ফ্যাকাশে
একটা নিঃশ্বাস জানালার বাহিরে ছেড়ে
তুমি মুখ ঢাকো দুহাতের তালুতে
আর ভাবতে পারছোনা
চোখের কোনা ভিজে গেল হৃদয়ের অঝর ধারায়।


আমার ভাবনায়
তোমার ঢেউ তোলা হাসিখানা বিলীন
দু'চোখের নিচে কালিমায় ছেয়ে গেছে
মাথা ব্যথা যোগ হয়েছে বুকের ব্যথায়
নাওয়া-খাওয়া সব ছেড়েছ নিশ্চয়
কারো কথা, সমবেদনা , সব কিছুই
বিষের মত তীর বিদছে কানে-মনে
কেন এমন হলো, কেনো এমন হবে
আর ভাবতে পারছোনা
চোখের কোনা ভিজে গেল হৃদয়ের অঝর ধারায়।
শুধু আমার ভাবনায়। ।