আমাতে তোমাতে নেই কোন ভেদ রক্ত সেচিয়া দেখ
একই খুন বহিয়া চলিয়াছে একই আদমের দেহ।


একই  নাড়িতে জনম লইয়া তুমি বনে যাও রাজা
অর্থের অভাবে  দীন-দুঃখী  আমি হই তব প্রজা।


তুমি খাও বটে সগন্ধি চাল আমি থাকি সদা ভুখা
তোমার পরনে রেশমি কাপড় আমার উদাম গা।


ধনী দরিদ্রে ভেদ হইয়াছে  জাতি জাতিতে একই
জগত জুড়িয়া সবখানে আজ বন্য হালত দেখি।


সাদা অসাদার দ্বন্দ্ব আজো চলিতেছে বিশ্ব  জুড়ে  
সবকালে সবদেশে মরছে মানুষ ভেদের অনলে পুড়ে।


সভ্যতার  দাবি করিয়াও তারা খুন করে মানুষ কালো
সাদা কালোর প্রভেদ  তিমিরে কেমনে জ্বালাবে আলো ।


রাজা প্রজা কে বানিয়েছে বংশ জাতের ভেদ
ভেংগে দাও সব জাত প্রজাতি চুরমার কর প্রভেদ ।


মানুষ হইয়াছি এইতো পরিচয় আর সব থাক পিছু
সাম্য মুক্তি শান্তি আসুক দুর হোক উচু নিচু ।