দেবতা-পুরোহিতের  নামে যারা উৎসর্গ করে প্রাণী
তাদেরকে আমরা মুশরিক বলে সকলেই জানি।


মাজার-পীরের নামে যারা কুরবানি দেয় পশু
তারা কেন মুশরিক নয় জিজ্ঞেস করে ভিশু।


মাটি দিয়ে বানিয়ে দেবতা প্রনাম করে যারা
আদিকাল থেকে জেনে এসেছি মুশরিক শুধু তারা ।


ইট বালু দিয়ে বেদি বানিয়ে সদা করি সম্মান
তবুও আমি মুশরিক নই খাটি মুসলমান !


মুসলমানের ঘরে জন্মেছি বলে ঈমান পাক্কা আছে
মুশরিকিতেও জড়িত  থাকি আল্লাহ রসুল পাছে।


পীর মাজারে চাইতে থাকি,মানত করি শত
মুসলিম হলেও আমার সব কাজ মুশরিকেরই মত।


পীর মাজার,পুরোহিত দেবতা হয়েছে একাকার
কে মুসলিম,কে মুশরিক বলার সাধ্য কার ?


মন্দিরে পুজো  করিয়া যদি ওরা মুশরিক হয়
মাজারে পুজো  করিয়া কেন আমি মুশরিক নয়?