ভয় শুধু ভয়


অন্তরে ভয়
বাহিরে ভয়


সরকারে ভয়
বিরুধিদলে ভয়


পুলিশে ভয়
সন্ত্রাসে ভয়


কথা বলতে ভয়
নিরবতায় ভয়


দেখতে ভয়
শুনতে ভয়


লিখতে ভয়
পড়তে ভয়


কাঁদতে ভয়
হাসতে ভয়


ভালবাসতে ভয়
ঘৃনা করতে ভয়


টাকায় ভয়
দারিদ্রে ভয়


ঘুমাতে ভয়
জেগে থাকতে ভয়


হাটতে ভয়
বসতে ভয়


খাইতে ভয়
পান করতে ভয়


ত্যাগে ভয়
গ্রহনে ভয়


শুধু ভয় নেই মরতে,
ভয় নেই জাহান্নামে জ্বলতে।