স্ট্যাটাস দিয়ে ফেবুতে পাওয়া যায় পদক
গুনদা নামে নয় শুধু  গুন আছে শতক।

ঝাড়ি মেরে বুবুকে করে তিনি নিলেন কাবু
পদকটাকে করে দিলেন হাবু আর তাবু।

কবিদেরও লোভ আছে জানা ছিলনাতো আগে
চুপি চুপি কতজনে পদক নিয়েছিলো ভাগে।

লোভ লালসার কবিদের কবিতার শব্দ
মিথ্যার কাছে জানি তারা হয় সদা জব্দ।