যখন পুবাকাশ লাল টুকটুক রবি রাগে
চাঁদ হাসে নিশিথ রাতে
আলোকিত ভূবনের পানে চাহি
আমি তোমার অপার সৌন্দর্যের ছবি দেখি।


যখন মৃদুমন্দ বাতাসে গাছেরা নাচে
পত্র পল্লব দুল খায় পাছে
সবুজ বনানীর পানে চাহি
আমি তোমার সীমাহিন সৌন্দর্যের ছবি দেখি।


যখন নদীরা বয়ে চলে অবিরাম
মাছেরা কাটে নিরবে সাঁতার
জোয়ার ভাটার পানে চাহি
আমি তোমার অপার করুনার ছবি দেখি।


যখন গাছে গাছে ফুলেরা হাসে
ফলফলাদিতে গ্রাম ভাসে
হাসিমাখা কৃষকের পানে চাহি
আমি তোমার অপার নেয়ামতের ছবি দেখি।


যখন আকাশে মেঘমালা জমে
অঝরধারায় বারি মাটিকে চুমে
সৃষ্টির সজিবতার পানে চাহি
আমি তোমার অপার কুদরতের ছবি দেখি।


যখন পৃথিবীর বিপর্যয় ঘটে
সিডর,সোনামি সাইক্লোন ছুটে
বিপর্যস্ত ধরনীর পানে চাহি
আমি তোমার অপরিসীম শক্তি দেখি।