বানরেরা নামুক বানদ্রামীতে
বাঘ নামুক তার হিংস্রতায়
সিংহ নামুক রাজা হয়ে
যেন রামপালিরা না পালায়।


শিয়াল নামুক দূর্তামিতে
শকুন যেন ছু মারে
সর্প আসুক ছুবল দিতে
রামপালীদের বাঁকা ঘাড়ে।


বাঁকা সিং এর হরিণ নামুক
পেখম মেলে ময়ূরী
বনের ভেতর ধর্মঘট হোক
পানিতে ভাসুক জলপরি।


ময়না টিয়া হাজার পাখি
কিচির-মিচির মিছিল দে
ঘুমিয়ে আছে যেই জাতিরা
তাদের তোরা জাগিয়ে দে।


তবুও যেন বেঁচে থাকে
আমার সোনার সুন্দরবন
আবার  মোরা হই মানুষ
হয় যেন এক সুন্দর-মন।