হে ফেসবুক তুমি মরে করেছো মহান
তুমি মোরে দিয়েছো লেখকের সম্মান।


কেও হয়েছি কবি সাহিত্যিক কেও হয়েছি গায়ক
কেও বা আবার ছবি দিয়ে হয়ে আছি নায়ক।


কেও হয়েছি মুফতি শায়েখ ইসলামিক স্কলার
কেও হয়েছি বুদ্ধিজীবি জীবন কথা বলার।


তোমার বুকে ঠাঁই নিয়েছি কেও হয়েছি নেতা
রক্ত গরম কর্মী হয়ে লিখছি গরম কথা।


সাংবাদিক আর সমাজসেবক হয়ে আছি অনেক
মানবাধিকার কর্মী হয়েও আছেন কত জনেক।


লাইলি মজনু শিরি ফরহাদ মাঝে মাঝে মিলে
জানতে পারি কত ব্যাথা গাঁথা তাদের দিলে।


তোমার তুলনা তুমিই শুধু তুমিই আসল মহান
তোমার মাঝেই স্বপ্ন খুঁজে সকল লেখক প্রাণ।