ফারাক্কারই বাঁধ খুলেছে বন্ধু যেজন প্রাণের
তলিয়ে যাবে ঘর-বাড়ি সব ধেয়ে আসা বানের।


জলে ভরা মৌসুম এলেই ফারাক্কা বাঁধ খুলে
বানের টানে কপাল পুড়ে কারো কপাল খুলে।


কেওবা হারায় ভিঠে বাড়ি কেওবা হারায় স্বজন
কেওবা আবার সুযোগ খোজে ত্রাণের টাকা হরণ।


হারিয়ে স্বজন সহায় সম্বল মাথা গোঁজার ঠাঁই
আকাশপানে শুন্যলোকে থাকবে কেহ চাই।


স্বপ্নবোনা চোখগুলোতে হারায় দু:খের নদী
দু:খ সাথী জীবনভরা কান্নাই নিরোবধি।