সুর্যটা তার পুরো যৌবন নিয়ে মাথার উপর
বেলাটা দুপুরের যখন ক্লান্তি গ্রাস করেছে
গাঁ'য়ের শেষ বাড়িটার পুকুরের একান্ত কিনার ঘেসে
আনমনে ঠায় দাঁড়িয়ে সৌন্দর্য পিয়াসী কেউ।


মৃদু বাতাসের সাথে পুকুরের পানি হেলেদুলে নাচছে
মাছরাঙাটা শিকারের অপেক্ষায়
ঝুপ করে পড়ি খুপ দিয়ে ঠোঁটে শিকার নিয়ে
আচমকা উড়াল দিলো সে, নাতিদুরে।


মাছরাঙার আঘাতে আহত পানিরা বড় ঢেও তুলে
কচুরিপানা নিয়ন্ত্রণ হারিয়ে পালাচ্ছে ওদিকে
হায়,যদি একটু দাড়াতে পারে
সে মুরোদটুকুও নেই জলে বেড়ে উঠা কচুরিপানার।


নারিকেলের গাছটা যেন জলেতে মিশে যাবে
নুয়ে আছে কাছাকাছি সখ্যতা করবে বলে
কতদিন তরলের আহবানে এভাবেই নুয়ে
তবুও হারাবার ভয় নেই শিকড় প্রোথিত গভীরে।