বইয়ের পাতাটা মুড়িয়ে দিয়ে
লেপ-তুষকে আস্ত জড়িয়েছি
বরফগলা শীতলতা থেকে নিজেকে বাঁচাতে।
বালিশটাকে খাটের কোনায় হেলান দিয়ে
কাগজ-কলম নিয়েছি,  তোমাকে লিখবো বলে।


সেদিন যখন তুমি রুদিলে
যেন আকাশ ভেংগে মেঘ ঝরঝর
আমার বক্ষের গহীনে বিষ হয়ে পীড়া দিলো
তোমার প্রতিফোটা জল-অন্তর।


আমি আজো ভাষা খুজি
তোমাকে লিখবো বলে
সেদিনো ভাষা খুঁজে হয়েছি হয়রান
তোমার চুর্ণ হৃদাকাশে শান্তির প্রলেপ রঞ্জনে।


আমি নাচার- হতভাগা জন,ক্ষমা কর
আকাশের মেঘমালা আছে যতসব
ভাসিয়ে নিও কোনো সুদুরে
কষ্টের বিষগুলো ঢেলে দিও পোড়া মাটির ভেতর।