পৃথিবীকে পৃষ্টদেশ দেখিয়ে যে শিশুটি বিদায় নিলো
তার পক্ষ থেকে লক্ষ কুটি ধিক্ষার জানাই
মানবতার ফেরিওয়ালাদের।


মুখ থুবড়ে পড়ে আছে বলে মনে করনা সে মরে গেছে
সে ত থুথু মিশ্রিত ঘৃনা কাদামাটিতে,সাগরের নোনা জলে
ছড়িয়ে দিয়েছে পৃথিবীর বুকে।


ওরা না হয় দেখলোনা তাদের স্ব-জাতি নয় বলে চোখ বুজে
তোমাদের মনে কি ভয় ঢুকেনা যখন খোকাটি বলে উঠে
তোমাদের আল্লাহকে সব বলে দেবে।


চেয়ারে বসে যে ছেলেটি শাসন করে গেলো রক্তাক্ত বদনে
ভীরুদের সমাজে সে কেন জন্মেছিলো মুসলিম হয়ে
তার চাহনিতে যেন সেই প্রশ্ন খেলে।


মুসলিম না হয়ে পশ্চিমাদের কুকুর হয়ে জন্মালে ভালো হত
ওরা তাদের কুকুরকেও ভালবাসে,নিরাপত্তা দেয়
শুধু নিরাপত্তা নেই মুসলিমের।